Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
চিতলমারীতে উপজেলা প্রসাশন কর্তৃক জাতীয় শোক দিবস ও জাতির জনকের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী পালিত
বিস্তারিত

বাগেরহাটের চিতলমারীতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি শুরম্ন হয় মসজিদে কোরআন তিলাওয়াত  এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন দিয়ে। উপজেলা পরিষদসহ সকল সরকারী, বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান, অফিস সমূহ জাতীয় পতাকা অর্ধনমিত ও শোকের প্রতীক কালো পতাকা উত্তোলণ করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রাশাসনের উদ্যোগে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা,  শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টায় উপজেলা চত্বর থেকে একটি শোক  র‌্যালী বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ দিদারুল আলমের সভাপতিতেব উপজেলা অডিটোরিয়াম ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোনা সভার শুরুতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্থাবক অর্পণ করা হয়। আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান মোলস্না মুজিবুর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্যানেল চেয়ারম্যন শেখ রাশেদ পুকুল, মহিলা ভাইস চেয়ারম্যন মিসেস রুনা গাজী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহন আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরেবাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহসীন রেজা, বঙ্গবন্ধু মহিলা কলেজে অধ্যক্ষ বাবুল মিয়া, আওয়ামী যুবলীগের সভাপতি ও বঙ্গবন্ধু মহিলা কলেজের উপাধ্যক্ষ কাওছার তালুকদার, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মুজিবর রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) রবিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষ অফিসারর রফিকুল ইসলাম, চিতলমারী ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন, চরবানিয়ারী ইউ পি চেয়ারম্যান মুকুল কৃষ্ণ মন্ডল, উপজেলা কৃষি অফিসার আবু তালহা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হেলেনা পারভীন, সাধারণ সম্পাদিক সঞ্চিতা সাহা, ছাত্রললীগ সভাপতি শহিদুল ইসলাম লিটন মুন্সী, এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মলিস্নক, হাসিনা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈনেন্দ্রনাথ বাড়ৈ, আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা ইদিসুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, শিক্ষর্থীগণ ও সুধীজন। আলোচনা শেষে চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ছবি
ডাউনলোড